ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন উপজেলা সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান। মঙ্গল বার খুলনা জেলা প্রশাসকের এক অফিস আদেশে এ দায়িত্ব দেয়া হয়।
এই ইউনিয়নের চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা ও বিএনপি নেতার বাড়ি ভাংচুর মামলায় কারাগারে রয়েছেন।
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়, খুলনার স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার মোঃ আসাদুজ্জামান আরিফ স্বাক্ষরিত স্মারক নম্বরঃ ৪৬,৪৪,৪৭০০,০০০,০২৪,০৫,০০১০,১৫-১৬৩ এর অফিস আদেশে বলা হয়, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ১৩নং গুটুদিয়া ইউনিয়ন পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন এবং জনসেবা অব্যাহত রাখার নিমিত্তে জনস্বার্থে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার ১৯ আগষ্ট ২০২৪ তারিখের ৬৮৪ নম্বর পরিপত্রের নির্দেশনা মোতাবেক সরদার জাহিদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা, ডুমুরিয়া, খুলনাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ ১৩নং গুটুদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব প্রদান করা হলো।