ডুমুরিয়ার গুটুদিয়া ইউপি'র প্রশাসক হি‌সে‌বে দা‌য়িত্ব পে‌লেন সরদার জা‌হিদুর রহমান

এফএনএস (আঃ লতিফ মোড়ল; ডুমুরিয়া, খুলনা) : | প্রকাশ: ১৩ মে, ২০২৫, ০৮:০৬ পিএম
ডুমুরিয়ার গুটুদিয়া ইউপি'র প্রশাসক হি‌সে‌বে দা‌য়িত্ব পে‌লেন সরদার জা‌হিদুর রহমান

ডুমুরিয়ার গুটু‌দিয়া ইউনিয়ন প‌রিষ‌দের প্রশাসক হি‌সে‌বে দা‌য়িত্ব পে‌লেন উপ‌জেলা সমবায় অ‌ফিস‌ার সরদার জা‌হিদুর রহমান।  মঙ্গল বার খুলনা জেলা প্রশাস‌কের এক অ‌ফিস আ‌দে‌শে এ দা‌য়িত্ব দেয়া হয়।

এই ইউনিয়‌নের চেয়ারম‌্যান শেখ তু‌হিনুল ইসলাম তু‌হিন বৈষম‌্য বি‌রোধী ছাত্র আন্দোলন চলাকা‌লে হত‌্যা ও বিএন‌পি নেতার বা‌ড়ি ভাংচুর মামলায় কারাগা‌রে র‌য়ে‌ছেন।

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়, খুলনার স্থানীয় সরকার শাখার   সহকারী কমিশনার মোঃ আসাদুজ্জামান আরিফ স্বাক্ষ‌রিত স্মারক নম্বরঃ ৪৬,৪৪,৪৭০০,০০০,০২৪,০৫,০০১০,১৫-১৬৩ এর অফিস আদেশে বলা হয়, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ১৩নং গুটুদিয়া ইউনিয়ন পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন এবং জনসেবা অব্যাহত রাখার নিমিত্তে জনস্বার্থে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার ১৯ আগষ্ট ২০২৪ তারিখের ৬৮৪ নম্বর পরিপত্রের নির্দেশনা মোতাবেক  সরদার জাহিদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা, ডুমুরিয়া, খুলনাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ ১৩নং গুটুদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব প্রদান করা হলো।