প্রান্তিক বাদাম চাষীদের নিয়ে

আমতলীতে কৃষক মাঠ দিবস পালিত

এফএনএস (মোঃ আবদুল্লাহ আল নোমান; আমতলী, বরগুনা) : | প্রকাশ: ১৫ মে, ২০২৫, ০৬:৫১ পিএম
আমতলীতে কৃষক মাঠ দিবস পালিত

সাসটেইন্যাবল ফার্মিং প্রগ্রাম আর্ন্তাজিক ধান গবেষনা ইন্সিটিউট ইরি এর উদ্যোগে বুধবার বিকেলে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে উপকূলীয় অঞ্চলে ফসলের নিবিড়তা এবং বৈচিত্র্যকরণ ,রবি ফসল হিসেবে চীনাবাদামের কার্যকারিতা নিয়ে বাদাম চাষীদের অংশ গ্রহনে কৃষক মাঠ দিবস পালিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী কৃষি কর্মকর্তা মো: রাসেল , ইরি এর এগ্রোনোমিস্ট মো: শরীফ আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে ঊক্তব্য রাখেন সিমিট এর ডেভেলপমেন্ট কো- অর্ডিনেটর বরিশাল অঞ্চল মো: শহিদুল ইসলঅম, সিমিট আমতলী এর প্রগ্রাম ম্যানেজার হিরা লাল., বরিশাল কৃষি ইন্নয়ন কর্ম কর্তা আতিকুজ্জামান ইরি এর কৃষি গবেষনা ও উন্নয়ন কর্ম কর্তা মানিক দেবনাথ ,ইরি এর রিসার্স টেকনেশিয়ান  মো:  রবিউল ইসলাম , আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল করিম (প্রমুখ)  । বক্তারা বলেন, ”বাদাম বাদপাম চাষে তুলনামূলক কম সেচ ও বালাইনাশক ব্যাবহার করা লাগে এবং বাজারে চাহিদা ও মূল্য ভালো পাওয়া যায়। বাদাম চাষ লাভজনক ই না এর পুষ্টিগুন ও অনেক বেশী । বাদাম নডিউল তৈরি করে যা জমিতে নাইট্রোজেন যোগ করে জমির উর্বরতা বাড়ায় । উপকূলীয় অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধি এবং বৈচিত্র্য করণের জন্য বাদাম একটি কার্যকরী হতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে