ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের নেতৃত্বে রোস্টন চেজ, সহকারী ওয়ারিকান

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১৭ মে, ২০২৫, ০৮:২৩ পিএম
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের নেতৃত্বে রোস্টন চেজ, সহকারী ওয়ারিকান

দীর্ঘ দুই বছর টেস্ট দলে অনুপস্থিত থাকার পরও নেতৃত্বের গুরুদায়িত্ব পেলেন রোস্টন চেজ। গত শুক্রবার (১৬ মে) রাতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই) আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করে। এর মাধ্যমে সদ্য বিদায়ী অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের স্থলাভিষিক্ত হলেন ৩৩ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার। সহ-অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান।

সিডব্লিউআই-এর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বোর্ড পরিচালকদের সর্বসম্মতিতে নির্বাচিত হয় ছয়জনের সংক্ষিপ্ত তালিকা থেকে চেজ ও ওয়ারিকানের নাম। ওই তালিকায় ছিলেন জন ক্যাম্পবেল, জশুয়া ডি সিলভা, টেভিন ইমলাখ ও জাস্টিন গ্রেভস। তবে অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ বিবেচনায় চেজকেই উপযুক্ত মনে করা হয়।

নতুন দায়িত্ব পাওয়ার পর চেজ আগামী মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে অধিনায়কত্বের মিশন শুরু করবেন। একইসাথে এই সিরিজটি হবে তার ক্যারিয়ারের ৫০তম টেস্ট ম্যাচ, যা ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।

রোস্টন চেজ সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২৩ সালের মার্চ মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে। এরপর ওয়েস্ট ইন্ডিজ খেলেছে আরও ১৩টি টেস্ট, যেগুলোর কোনোটিতেই তিনি অংশ নেননি। এতদিন পরে মাঠে ফিরে অধিনায়কত্ব পাওয়া তার জন্য নতুন করে নিজেকে প্রমাণ করার বড় সুযোগ।

চেজ এখন পর্যন্ত ৪৯টি টেস্টে করেছেন ২,২৬৫ রান, যার মধ্যে রয়েছে ৫টি সেঞ্চুরি ও ১১টি হাফ-সেঞ্চুরি। বল হাতে নিয়েছেন মোট ৮৫টি উইকেট। তিনি দেশের হয়ে ৫৪টি ওয়ানডে ও ৩২টি টি-টোয়েন্টি ম্যাচেও অংশ নিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের সভাপতি ড. কিশোর শ্যালো নতুন অধিনায়ক নির্বাচন নিয়ে বলেন,

“এই নির্বাচন প্রক্রিয়া ছিল অন্যতম বিস্তৃত ও অগ্রগামী চিন্তার প্রতিফলন। আমরা যেভাবে পেশাদারিত্ব ও কৌশলগত বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছেছি, তা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে নেতৃত্ব নির্বাচনের নতুন মানদণ্ড তৈরি করবে।”

প্রধান কোচ ড্যারেন স্যামিও চেজের নিয়োগকে স্বাগত জানিয়ে বলেন,

“তিনি সতীর্থদের শ্রদ্ধা অর্জন করেছেন, নেতৃত্ব বোঝেন এবং ভবিষ্যতের দল গঠনে দক্ষ।”

এদিকে বোর্ড চেয়েছিল ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক শাই হোপকেই টেস্ট দলের অধিনায়ক করতে। তবে হোপ সাদা বলের ক্রিকেটে মনোযোগী থাকার সিদ্ধান্ত নেয়ায় দায়িত্ব পেয়ে যান চেজ।