লোহাগড়ায় কৃষকদের ফলজ গাছের চারা, সবজী বীজসহ কৃষি উপকরণ বিতরণ

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ১৯ মে, ২০২৫, ০৪:০৮ পিএম
লোহাগড়ায় কৃষকদের ফলজ গাছের চারা, সবজী বীজসহ কৃষি উপকরণ বিতরণ

নড়াইলের লোহাগড়ায় ৯৮টি পরিবারকে "পারিবারিক পুষ্টি বাগান" প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে ৬ প্রকার ফলজ গাছের চারা,২২ প্রকার সবজী বীজ, বীজ সংরক্ষণ পাত্র,পানির ঝাঝরী, জৈব সার, নেট ও সাইন বোর্ড প্রদান করা হয়েছে।

জানা যায়, সোমবার দুপুরে লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধীদপ্তরের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নড়াইল কৃষি সম্প্রসারণ অধীদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবীদ সৌমিত্র সরকার, লোহাগড়া উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তার,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামান প্রমুখ।উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তার জানান, কৃষকদের মাঝে বাড়ির আঙিনায় রোপনের জন্য কদবেল,আম, লেবু,কুল,আলু বোখরা ফলজ গাছের চারা,সবজী বীজ সহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সবজী ও ফলের  পারিবারিক চাহিদা মেটাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে