রাজশাহীতে ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিএসটিআইয়ের বিভাগীয় কার্যালয় ‘সর্বকালেই পরিমাপ সকলের জন্য’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে। সভায় বিএসটিআইয়ের বিভাগীয় কার্যালয়ের পরিচালক জহুরা সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মো. রেজাউল আলম সরকার।
সভায় বক্তারা জানান, নিরাপদ খাদ্য ও সঠিক পরিমাপ নিশ্চিতকরণে বিএসটিআইয়ের ভূমিকা অপরিসীম। এজন্য বিএসটিআইকে তাদের কার্যক্রম সংক্রান্ত প্রচার-প্রচারণা আরও ব্যাপকভাবে বাড়াতে হবে। সেই লক্ষ্যে বিএসটিআইকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। সেই সঙ্গে পণ্যের গুণগত মান নিশ্চিতের জন্য আমসব ধরনের পণ্যের পরীক্ষণের জন্য পূর্ণাঙ্গ ল্যাবরেটরী স্থাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. রিয়াজুল ইসলাম ও রাজশাহী চেম্বারের সভাপতি মাসুদুর রহমান রিংকু।