আশাশুনি উপজেলার দরগাহপুরে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে দরগাহপুর কলেজিয়েট স্কুলে গ্রামীণ চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় ক্যাম্প পরিচালনা করা হয়।
সাংবাদিক ও ইউপি সদস্য শেখ আসাদুজ্জামান মুকুলের সার্বিক সহযোগিতায় সকাল ৯ টা হতে দুপুর দুইটা পর্যন্ত ক্যাম্পে চক্ষু রোগীদের ফ্রি চিকিৎসা এবং চশমা প্রদান করা হয়। রোগী দেখেন গ্রামীন চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সুস্মিতা মন্ডল তন্নী (এমবিবিএস)। সকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পৌরপদ মন্ডল চক্ষু ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। এসময় সরকারি প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য মোঃ আবুল কালাম গাজী, দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি প্রভাষক শেখ আশিকুর রহমান, সহকারি শিক্ষক মোঃ নজরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।