পীরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন প্রয়োগ, ২ জনকে সাজা

এফএনএস (মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; পীরগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ২১ মে, ২০২৫, ০৮:১০ পিএম
পীরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন প্রয়োগ, ২ জনকে সাজা

রংপুরের  পীরগঞ্জে  সরকারি মেয়াদোত্তীর্ণ ল্যাম্পি স্কিন এর ভ্যাকসিন প্রয়োগের সময় ২ জনকে আটক করে উত্তম মাধ্যম দেয়ার পর পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে এদের ভ্রাম্যমান আদালতে বিভিন্ন  মেয়াদে সাজা দেয়া হয়। উপজেলার চতরা ইউনিয়নের ধর্মদাশ পলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। উল্লেখ্য, গোটা উপজেলায় মহামারী আকারে ল্যাম্পি স্কিন ছড়িয়ে পড়ার সুযোগে এক শ্রেনীর প্রতারক গ্রামে গ্রামে গিয়ে ভ্যাকসিন প্রয়োগ করছে। অন্যান্য দিনের মতো গতকাল বুধবার দুপুরে উক্ত গ্রামে গিয়ে মাইকিং করে প্রচারর্না মাধ্যমে গোটা গ্রামের গরু একত্রিত করার পর  ভ্যাকসিন পুশ করে খেড়ুয়া আলমপুর গ্রামের সামছুল ইসলামের ছেলে মাহফুজ মিয়া(২৪) ও আব্দুর রহিম মিয়ার ছেলে শরিফুল ই্সলাম(৩১)। এ সময় এলাকার কতিপয় সচেতন ব্যক্তি কৌতুহল বশত: ভ্যাকসিনের মেয়াদের তারিখ দেখতে গেলে বিপত্তি ঘটে। এতে দেখা যায় ওই ভ্যাকসিনের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকাবাসী এদের আটক করে ও মারপিট করে পুলিশে দেয়। পুলিশ এদের আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে নিয়ে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম সনদ ব্যতিত মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন প্রয়োগ করায় বাংলাদেশ ভেটেরিনারী কাউন্সিল আইন ২০১৯ অনুসারে মাহফুজ মিয়াকে ৪ মাসের ও শরিফুলকে ২ মাসের বীনাশ্রম কারা দন্ডাদেশ প্রদান করেন। উল্লেখ্য,ওই একটি ভ্যাকসিন ১’শটি গরুকে প্রয়োগ করা সম্ভব। এজন্য প্রতিটি গরু মালিকের কাছে এরা প্রতিটি গরুর ভ্যাকসিন বাবদ ২০ টাকা করে মোট ২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে