কুষ্টিয়ায় মিছিলের প্রস্ততিকালে ছাত্রলীগের ৬ কর্মী আটক

এফএনএস (গোলাম কিবরিয়া মাসুম; কুষ্টিয়া): | প্রকাশ: ২২ মে, ২০২৫, ০৪:২১ পিএম
কুষ্টিয়ায় মিছিলের প্রস্ততিকালে ছাত্রলীগের ৬ কর্মী আটক

কুষ্টিয়া সদ উপজেলার বাইপাস এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৬ কর্মীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকালের দিকে বাইপাস এলাকায় মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, আমরা তাদেরকে আটক করে থানায় এনেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।