গোপন ভিডিও, অদৃশ্য চক্র আর নির্বাক আতঙ্কের গল্প ‘নীলচক্র’

এফএনএস বিনোদন | প্রকাশ: ২৩ মে, ২০২৫, ০৬:৫০ পিএম
গোপন ভিডিও, অদৃশ্য চক্র আর নির্বাক আতঙ্কের গল্প ‘নীলচক্র’

একটা ক্লিক। একটা ভিডিও। আর তাতেই ধসে পড়ছে জীবনের ছন্দ, সমাজের ভীত। ব্যক্তিগত মুহূর্তের গোপন ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে শহরের অলিগলিতে, জন্ম দিচ্ছে আতঙ্ক, অনিশ্চয়তা আর রহস্য। এই সময়ের এমনই একটি নীরব অথচ প্রকট সমস্যাকে ঘিরে আসছে সাসপেন্স থ্রিলার সিনেমা ‘নীলচক্র’।

বৃহস্পতিবার রাত ৮টায় প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেইলার। দুই মিনিট ১৯ সেকেন্ডের এই ঝলকে স্পষ্ট-‘নীলচক্র’ শুধু একটি থ্রিলার নয়, বরং সমাজের এক গোপন ও অস্বস্তিকর সত্যকে প্রকাশ্যে আনার সাহসী প্রচেষ্টা।

পরিচালক মিঠু খান জানাচ্ছেন, “আমরা গল্প বলেছি রহস্য আর অন্ধকারকে সঙ্গী করে। সমাজে চলমান এক অস্বীকারযোগ্য অপরাধ-ব্লু ফিল্ম র‌্যাকেট-সেই বাস্তবতাই এবার উঠে এসেছে বড় পর্দায়। বাংলা সিনেমায় এমন প্লটে এর আগে কাজ হয়েছে বলে মনে পড়ে না। বিষয়টি যেমন সাহসী, তেমনি সময়োপযোগীও।”

সিনেমার ট্রেইলারে দেখা যায়, শহরে ছড়িয়ে পড়ছে একের পর এক ভিডিও। আতঙ্ক ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। এর পেছনে কাজ করছে এক অদৃশ্য চক্র-যাদের অস্তিত্বই যেন অস্বীকারযোগ্য। তবে এই চক্রের মুখোশ উন্মোচনের দায়িত্ব নেয় কেউ একজন। সেই লড়াই-সংগ্রামের নেপথ্যেই নির্মিত হয়েছে ‘নীলচক্র’।

ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ। তার সঙ্গে আছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী ও মাসুম রেজওয়ান। সিনেমার চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন মিঠু খান ও নাজিম উদ দৌলা।

‘নীলচক্র’ প্রযোজনা করেছে ফিল্ম ফায়োস প্রোডাকশন এবং পরিবেশনায় রয়েছে ফিল্ম লাইফ প্রোডাকশন। সিনেমাটি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত আমেরিকান ফিল্ম মার্কেটে বিশ্ব প্রিমিয়ারে অংশ নিয়েছে। আসন্ন ঈদ উপলক্ষে এটি মুক্তি পাচ্ছে দেশের বিভিন্ন সিনেমা হলে।

আরিফিন শুভ নিজের ফেসবুক পেজে ট্রেইলার শেয়ার করে সিনেমার ট্যাগলাইন দিয়েছেন, “একটা ভিডিও বদলে দিচ্ছে জীবনের গতিপথৃ”-যা সিনেমার মূল বার্তাটিকেই বহন করে।

পরিচালকের ভাষায়, “‘নীলচক্র’ শব্দটির মধ্যেই লুকিয়ে আছে বিষণ্নতা, ভয় আর অজানা এক নরক। ভরসার আলো নয়, এইবার পা রাখুন অন্ধকার হলে। কারণ সত্য সব সময় আলোয় ধরা দেয় না, অনেক সময় তা লুকিয়ে থাকে ছায়ায়।”