মুলাদীতে সড়কের সঙ্গে কলেজের গেট করার দাবি

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : : | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৬:০৮ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
মুলাদীতে সড়কের সঙ্গে কলেজের গেট করার দাবি

মুলাদীতে প্রধান সড়কের সঙ্গে সরকারি কলেজের গেট করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। মুলাদী পৌর ও সরকারি কলেজ ছাত্রদল নেতাকর্মীরা মুলাদী সরকারি কলেজের পশ্চিম দিকে হিজলা-বরিশাল মহাসড়কের সহকারী পুলিশ সুপার (এএসপি) কার্যালয়ের সামনে একটি গেট করার দাবি জানান। গতকাল শনিবার বিকেলে শিক্ষার্থীরা মুলাদী সরকারি কলেজ গেট নামে একটি ব্যানারও টানিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন, মুলাদী পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সোহানুর রহমান সোহান হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মো. ইসমাইল সরদার, মুলাদী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাইফুদ্দিন রেজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রিফাত মল্লিক, পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাহবুব হোসেন, তুরা, রহমান, আফি, মুলাদী জিয়া পরিষদের সাধারণ সম্পাদক খোকন রাড়ি, যুবদল নেতা বাকির হাওলাদার, সাবিক মল্লিক, তুহিন সিকদার,সহ মুলাদী পৌরসভা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।  মুলাদী পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. সোহানুর রহমান সোহান বলেন, হিজলা-মুলাদী-বরিশাল মহাসড়কের মুলাদী সরকারি কলেজের গেট করা হলে জরুরী প্রয়োজনে ফায়ার সার্ভিস, এম্বুলেন্স এবং কলেজের মালামাল পরিবহন করা সহজ হবে। এছাড়া বাটামারা, নাজিরপুর, সফিপুর, মুলাদী সদর ও কাজিরচর ইউনিয়নের ছাত্র-ছাত্রীদের পথ ঘুরে কলেজে প্রবেশ করতে হবে না এবং কলেজের পরিচিতিও বৃদ্ধি পাবে।   

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW