আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : : | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৬:২৩ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মনতাজ আলী (৭৩) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার বাদ আসর গার্ড অব অনার ও নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। কাদাকাটির বলাবুনিয়া গ্রামের মৃত ফয়সাল গাজীর ছেলে বীর মুক্তিযোদ্ধা মনতাজ আলী হৃদরোগে আক্রান্ত হলে সাতক্ষীরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৮ টায় তিনি ইন্তেকাল করেন, (ইন্না লিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। মৃতকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও ৩ পুত্র সন্তান রেখে যান। এদিন বাদ আসর বলাবুনিয়া জামে মসজিদের সামনে চৌকস পুলিশ দল কপিনের উপর জাতীয় পতাকা ও ফুল প্রদান এবং রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, এসআই রাজীব মন্ডল, বীর মুক্তিযোদ্ধা সায়েদ আলী ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে