আশাশুনির বেউলা বণিক সমিতি প্রার্থীদের প্রতীক বরাদ্দ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : : | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৬:২৫ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
আশাশুনির বেউলা বণিক সমিতি  প্রার্থীদের প্রতীক বরাদ্দ

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা বাজার বণিক সমিতি নির্বাচন জমে উঠেছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার নির্বাচন পরিচালনা কমিটি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ঘোষণা করেন।  বাজারটিতে ১০১ জন ভোটার রয়েছে। নির্বাচনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন ও সদস্য পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। প্রার্থীদের নাম ও বরাদ্দকৃত প্রতীক হলো, সভাপতি পদে আবুল হোসেন (আনারস প্রতীক),  ফারুক হোসেন (ইলিশ মাছ), সাধারণ সম্পাদক পদে শামীম হোসেন (মটর সাইকেল), নাজমুল হোসেন (চেয়ার) এবং সদস্য পদে আমিরুল ইসলাম (হরিণ), আফজাল শরীফ (বই), হাফিজুল ইসলাম (আপেল), মাহফুজ হোসেন (কাঠাল),  নাজিম উদ্দীন সরদার (মোরগ), জুলহাউস সরদার (হাঁস) ও ছবুর হোসেন (কলম প্রতীক)। নির্বাচন পরিচালনা করছেন, রবিউল ইসলাম, হাফেজ বিল্লাল হোসেন ও আয়ুব রসুল। আগামী ৩১ ডিসেম্বর ভোট গ্রহন করা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে