আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের খরিয়াটী দাখিল মাদ্রাসায় ওয়ার্ড বিএনপি'র কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে এ সভা অনুষ্্রটিত হয়। জি এম নাজিমুদ্দিনেরর সভাপতিত্বে সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জুলফিকার হায়দার, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জি এম হাফিজুর রহমান হাফিজ, প্রভাষক জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম জাহিদ, সাবেক ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম বাচ্চু, মেম্বার আঃ কাদের, মেম্বার আবুল কালাম, মেম্বার কামাল সরদার, মেম্বার আব্দুল বারিক, বিএনপির নেতা আবু তাহের, সাবেক ছাত্রনেতা আব্দুল সাওার গাজী, মাস্টার মতিউর রহমান, মোহাম্মদ জলিল, আজিজুল, আলাউল মোলঙ্গী, বাবলু মোলঙ্গী প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।