তালায় নারী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ছাগল বিতরণ

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) : : | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৬:৩৯ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
তালায় নারী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ছাগল বিতরণ

শনিবার (১৪ ডিসেম্বর) তালা উপজেলার শিরাশুনি নারী উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে বিশেষ বরাদ্দের দ্বিতীয় কিস্তির আওতায় নারীর ক্ষমতায়ন প্রকল্পের ১২ জন দুস্থ নারীকে একদিনের ছাগল প্রতিপালন প্রশিক্ষণসহ প্রত্যেককে দুইটি করে  মোট  ২৪ টি ছাগিসহ ক্যালসিয়াম, কৃমিনাশক ও ভিটামিন ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে নারী উন্নয়ন সংস্থার আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুভাষিনী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম সেলিম। নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক গুলশান আরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ তানিয়া খাতুন ও প্রশিক্ষক  মাসাদুল ইসলাম।  উল্লেখ্য যে, বিগত ৯ জুলাই প্রথম কিস্তির আওতায় বিশেষ বরাদ্দের মাধ্যমে ১৮ জন দুস্থ নারীর দুটি  করে  মোট ৩৬ টি ছাগী, ক্যালসিয়াম কৃমিনাশক ও ভিটামিন ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলার ঐ সময়ের নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে