রোববার রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির গাজীপুরের শিববাড়িতে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) এসি বাস সার্ভিস উদ্বোধন করতে গিয়ে বলেছেন, বিগত বছরে শুধু বিআরটি প্রকল্পই নয় দেশের সব প্রকল্পেই দুর্নীতি হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর কেউ কোন দুর্নীতি করতে পারিনি।
ফাওজুল কবির জানান, বিআরটি প্রকল্পে চার হাজার কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। কিন্তু এটার কোনো সুবিধা পাচ্ছিল না জনগণ।
এ উপদেষ্টা আরও যোগ করে বলেন, আগামী জুনের মধ্যে এই প্রকল্পটি পুরোপুরিভাবে সম্পন্ন হবে। এখন আপাতত ছোট বাহন চলবে। পাশাপাশি বিআরটিসি বাস চলতে পারবে। এসব প্রকল্প বাস্তবায়ন করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে। আমাদের উন্নয়নের যেই লক্ষ্য, সে অনুযায়ী এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।