কলমাকান্দা সীমান্তে ভারতীয় মদ জব্দ

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : : | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৪, ১১:৪৮ পিএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
কলমাকান্দা সীমান্তে ভারতীয় মদ জব্দ

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) ভারতীয় সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার ধারাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম কামরুজ্জামান শনিবার দুপুরে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি পাঁচগাও বিওপির একটি টহল টিম শুক্রবার রাতে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ধারাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন ৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করে। জব্দকৃত এসব মদ আজ শনিবার সকালে নেত্রকোনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে