মাছ ধরার সময় ভারতের সীমানায় অনুপ্রবেশের অভিযোগে দীর্ঘ এক বছর কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৬ বাংলাদেশি জেলে। শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসারা হলেন- বাগেরহাট জেলার বাগেরহাট থানার শ্রী পালতলা গ্রামের ইলিয়াস শেখ (৫১) ও বানসাতালী গ্রামের শেখ রাসেল (৩৬) ও ঠেঙ্গামারী গ্রামের রাজু সরদার (৩১), কামরাঙ্গা গ্রামের মোহাম্মদ আলী শেখ (২১) একই গ্রামের ইসরাত খান (৪৮) একই গ্রামের বাবুল রশিদ (৪১)। ফেরত আসা শেখ রাসেল বলেন, ২০২৩ সালের গত ২৩ ডিসেম্বর বাগেরহাটের মোংলা সুন্দরবন দুবলারচর এলাকায় নদীতে মাছ ধরার সময় ভারতের সীমানায় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় কোস্ট গার্ড তাদেরকে আটক করে। আটকের পর কোস্ট গার্ড তাদেরকে কলকাতার দমদম থানা পুলিশের কাছে হস্তান্তর করে। সেখানের পুলিশ তাদের আদালতে পাঠালে আদালত এক বছরের সাজা দিয়ে দমদম কেন্দ্রীয় কারাগারে পাঠায়। কারাভোগ শেষে উভয় দেশের দূতাবাসের সহযোগীতায় ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে গতকাল শনিবার রাতে তারা দেশে ফিরেছেন। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, ফেরত আসাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।