গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা শহীদ জিয়া স্মৃতি সংসদের আংশিক কমিটি গঠন করা হয়েছে। রোববার দুপুরে গাজীপুর মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক নূরুল ইসলাম ফরহাদ ও ১নং যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলামের যৌথ স্বাক্ষরে ২৫ সদস্য বিশিষ্ট একমিটির অনুমোদন দেয়া হয়। এতে সাইফুল ইসলাম সাবুকে সভাপতি ও বাবুল মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন সাইফুল ইসলাম, সহ-সভাপতি পদে জয়নাল ভূঁইয়া, দস্তগীর আলম, পারভেজ খান, ইসরাফিল হোসেন, জামাল ভূঁইয়া, রবিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে স্বপন মিয়া, নূর ইসলাম, পুসন পারভেজ, মনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে শরীফুল ইসলাম পাপ্পু, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রিন্স রাসেল, দিপু হাওলাদার, সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আনোয়ার হোসেন রোমান, সহ-সাংগঠনিক সম্পাদক পদে আমিনুল ইসলাম বাবু, পাভেল ইসলাম, আল শামীম, জহিরুল মাতবর, মোহাম্মদ রাকিব, প্রচার সম্পাদক রাসেল মিয়া এবং নির্বাহী সদস্য পদে রয়েছেন আব্দুর রহমান জয় ও আজাদ মিয়া। মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক নূরুল ইসলাম ফরহাদ বলেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাঁদে কাঁদ মিলিয়ে সবাইকে দলের জন্য কাজ করতে হবে।