টঙ্গীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন

এফএনএস (মোঃ জাকির হোসেন; বিশেষ প্রতিনিধি) : : | প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৪, ১২:২০ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
টঙ্গীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা শহীদ জিয়া স্মৃতি সংসদের আংশিক কমিটি গঠন করা হয়েছে। রোববার দুপুরে গাজীপুর মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক নূরুল ইসলাম ফরহাদ ও ১নং যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলামের যৌথ স্বাক্ষরে ২৫ সদস্য বিশিষ্ট একমিটির অনুমোদন দেয়া হয়। এতে সাইফুল ইসলাম সাবুকে সভাপতি ও বাবুল মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন সাইফুল ইসলাম, সহ-সভাপতি পদে জয়নাল ভূঁইয়া, দস্তগীর আলম, পারভেজ খান, ইসরাফিল হোসেন, জামাল ভূঁইয়া, রবিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে স্বপন মিয়া, নূর ইসলাম, পুসন পারভেজ, মনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে শরীফুল ইসলাম পাপ্পু, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রিন্স রাসেল, দিপু হাওলাদার, সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আনোয়ার হোসেন রোমান, সহ-সাংগঠনিক সম্পাদক পদে আমিনুল ইসলাম বাবু, পাভেল ইসলাম, আল শামীম, জহিরুল মাতবর, মোহাম্মদ রাকিব, প্রচার সম্পাদক রাসেল মিয়া এবং নির্বাহী সদস্য পদে রয়েছেন আব্দুর রহমান জয় ও আজাদ মিয়া। মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক নূরুল ইসলাম ফরহাদ বলেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাঁদে কাঁদ মিলিয়ে সবাইকে দলের জন্য কাজ করতে হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে