জামালপুরে সিএনজি পিকাপের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত। ১৫ ডিসেম্বর ( রোববার)সকালে জামালপুর -শেরপুর বাইপাস সড়কের রাণী কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় ঐদিন বাইপাস সড়কের রাণী কমিউনিটি সেন্টারের সামনে একটি পিকআপের সাথে বিপরিত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক শামীম ঘটনা স্থলে নিহত হন। নিহত শামীমের বাড়ি শেরপুর জেলার চরমুচারিয়া ইউনিয়নের হরিণধরা গ্রামে। সে ঐ গ্রামের শাহজাহান আলীর পুত্র। এ ব্যাপারে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সাল মোহাম্মদ আতিক ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে পিকআপটি চাপা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানান।