পৌষ মাস শুরুর আগে থেকেই তীব্র শীতে কাঁপছে উত্তরাঞ্চল। শীতের প্রকোপে গরম কাপড়ের অভাবে ভোগান্তি পোহাচ্ছে হতদরিদ্র মানুষ। এই পরিস্থিতি কিছুটা লাঘব করতে রংপুরের পীরগাছা উপজেলায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হক সুমন। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে তিনি উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, আশ্রায়ন প্রকল্পের বাসিন্দাসহ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পীরগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শামীম হোসেন, ফারদিন এহসান মাহিম, সোহেল তানভীর, উল্লাস, রিফাত প্রমুখ। কম্বল নিতে আসেন উপজেলার অন্নদানগর ইউনিয়নের শল্লার বিল আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা ৬৫ বছর বয়সী গোলেনুর বেগম। তিনি বলেন, “এই জারোত খুব কষ্ট হচিল, কম্বলখানা পায়া ভালো হইল। এখন একনা শান্তিতে ঘুমবার পামো। সরকারোক ধন্যবাদ।” একইভাবে আরও এক বৃদ্ধা আছিয়া বেগম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "জারত (শীতে) হামার মত গরীব মানষের খুব কষ্ট হয়। খ্যাতা দিয়ে জার মরেনা।" ইউএনও মো. নাজমুল হক সুমন জানান, পীরগাছায় এখন পর্যন্ত ২ হাজার কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে, যা শীতার্তদের মাঝে বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, “আমরা আরও কম্বলের চাহিদা জানিয়েছি। এগুলো খুব শিগগিরই পৌঁছাবে।” প্রশাসনের এই উদ্যোগ শীতার্ত মানুষদের জীবনে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। স্থানীয়দের মতে, এ ধরনের সহায়তা চলমান রাখা প্রয়োজন, কারণ শীত আরও তীব্র হতে পারে।