পীরগাছায় নিখোঁজ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য

এফএনএস (শাহ কামাল ফারুক লাবু; পীরগাছা, রংপুর) : : | প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৪, ০১:৩০ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
পীরগাছায় নিখোঁজ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য

রংপুরের পীরগাছায় আশেক আলী (৭০) নামে এক অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য গত ৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি গত ০৯ ডিসেম্বর দুপুরে পীরগাছা রেলস্টেশন পাশ্ববর্তী নিজ বাসা থেকে নিখোঁজ হন। ঘটনার পর তার দুই ছেলে নাজমুল ও সাজু মিয়া আত্মীয়-স্বজনের বাড়িসহ দেশের বিভিন্ন জেলায় গিয়ে রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন জায়গায় নিখোঁজ বাবাকে হন্যে হয়ে খুঁজছেন। আশেক আলীর ছোট সাজু মিয়া জানান, তার বাবা কয়েক বছর আগে স্ট্রোক করেন। তখন থেকে তিনি ঠিকমত কথা বলতে পারেন না। শরীরের একাংশ অকেজো হয়ে গেছে। সামান্য খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটেন। ঘটনার তিন দুপুর বেলা সাজু মিয়া তার বাবাকে খাবার ও ওষুধ খাইয়ে দিয়ে দোকানে চলে যান। বেলা ১টার দিকে সাজু মিয়া খবর পান তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। তখন থেকে অদ্যাবধি তিনি নিখোঁজ রয়েছেন। সাজু মিয়া আরও জানান, তার বাবাকে খুঁজে পেতে বর্তমানে তারা দুই ভাই ঢাকায় এসেছেন। তার বাবাকে খুঁজে পেতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সেই সাথে কেউ তার বাবাকে কোথাও দেখলে সাজু মিয়ার মোবাইল নম্বরে (০১৭৪০৩০৪৫৫৯) জানানোর জন্য অনুরোধ করেন। এ বিষয়ে পীরগাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. তাজুল ইসলাম বলেন, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আশেক আলীর নিখোঁজের বিষয়ে থানায় সাধারন ডাইরি রুজু করা হয়েছে। তাকে উদ্ধারে আমাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত আছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে