সুন্দরবন সুরক্ষায় উপকূলবর্তী উপজেলা খুলনার কয়রায় পলিথিন ও প্লাষ্টিক দূষণরোধে বাজার ব্যবসায়ীদের করণীয় শীর্ষক কর্মশালা অনু্ষ্িঠত হয়েছে।
মঙ্গরবার (২৭ মে ) বেলা ১১টায় কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেসের পদ্মা সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের সহযোগীতায় ও ইয়ুথ ফর দি সুন্দরবন কয়রার আয়োজনে কয়রা উপজেলার আমাদী-জায়গীরমহল বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের নিয়ে এ কর্মশালা অনু্ষ্িঠত হয়।
আমাদী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পদক মোঃ আঃ হামিদের সভাপতিত্বে ইয়ুথ ফর দি সুন্দরবনের রাসেল আহম্মেদ'র সঞ্চলনায় কর্মশালায় উপস্থিত ছিলেন
কয়রা কপোতাক্ষ কলেজের অবসার প্রাপ্ত অধ্যাপক আ,ব,ম আব্দুল মালেক আমাদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্বাস উদ্দীন, সাইফুল ইসলাম, রুপান্তরের অনুপ রায়, ইয়ুথ ফর দি সুন্দরবন কয়রার টিম লিডার নিরাপদ মুন্ডা, তুহিন আহসান,সাইদুল ইসলাম,খায়রুল ইসলাম, কমলেশ মন্ডল প্রমূখ।