সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে এবার নতুন কর্মসূচী ঘোষণা দেওয়া হয়েছে। এ ঘোষণা বলা হয়েছে, এ দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন ১ ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার দুপুরে নতুন এ কর্মসূচি ঘোষণা করেছেন সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম।
কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদিউল কবির এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, “সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ, ২০২৫ বাতিল না হওয়া পর্যন্ত সচিবালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি চলবে। অন্য সময়ে দাপ্তরিক কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে। সারাদেশের সরকারি কার্যালয়গুলোতেও এই কর্মসূচি চলবে। তবে হাসপাতালগুলোয় নিজেদের সুবিধামতো ও আধা ঘণ্টার কম সময়ে বিক্ষোভ করে রোগীদের সেবা নিশ্চিত করতে হবে।”
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে গত শনিবার (২৪ মে) থেকে আন্দোলন করছেন সচিবালয়ের কর্মচারীরা। সবশেষ মঙ্গলবার (২৭ মে) চতুর্থ দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করেন তারা। এদিন সচিবালয় ঘিরে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়। এর অংশ হিসেবে সচিবালয়ের প্রবেশপথে সোয়াত, র্যাব, পুলিশ, বিজিবি, আনসারসহ বিপুল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল।