‘জুলাই-৩৬’ স্মৃতিফলক নির্মাণ কাজ উদ্বোধণ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৮ মে, ২০২৫, ০৫:০৫ পিএম
‘জুলাই-৩৬’ স্মৃতিফলক নির্মাণ কাজ উদ্বোধণ

জুলাই-আগস্ট বিপ্লবের স্মৃতিচিহ্ন হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই-৩৬’ স্মৃতিফলক নির্মাণ কাজের উদ্বোধণ করা হয়েছে। বুধবার (২৮ মে) সকাল ১০টায় ববি’র শিক্ষার্থীদের সাথে নিয়ে স্মৃতিফলক নির্মান কাজের উদ্বোধণ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।

নির্মাণ কাজের উদ্বোধণী অনুষ্ঠানে ববি উপাচার্য বলেন, জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত এই স্মৃতিফলক নির্মান কাজের উদ্বোধণ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আপনারা সকলেই সাক্ষী হয়ে থাকলেন ৩৬ জুলাইয়ের স্মৃতিফলক নির্মাণ কাজ উদ্বোধনের। উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইট সংলগ্ন স্থানে নির্মিত হবে স্মৃতি ফলকটি। ‘জুলাই-৩৬’ স্মৃতিফলকের নকশা করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তমাল রায়।

আপনার জেলার সংবাদ পড়তে