কালিগঞ্জে অপদ্রব্য পুশকৃত ৪০ কেজি বাগদা বিনষ্ট ও জরিমানা

এফএনএস (নিয়াজ কওছার তুহিন; কালিগঞ্জ, সাতক্ষীরা): | প্রকাশ: ২৮ মে, ২০২৫, ০৮:০০ পিএম
কালিগঞ্জে অপদ্রব্য পুশকৃত ৪০ কেজি বাগদা বিনষ্ট ও জরিমানা

সাতক্ষীরার কালিগঞ্জে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশের অপরাধে নাজমা পারভীন নামে এক নারীকে ২০ হাজার টাকা জারিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে পুশ করা ৪০ কেজি বাগদা চিংড়ি।

বুধবার (২৮ মে) বেলা ১১ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন। অভিযুক্ত নারী উপজেলার কালিকাপুর গ্রামের সাদেক আলীর স্ত্রী।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস জানান, দেশের অন্যতম রপ্তানীপণ্য বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় বুধবার সকাল ১১ টার দিকে কালিকাপুর গ্রামে সাদেক আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ক্ষতিকর দ্রব্য ও পুশের সরঞ্জামসহ ৪০ কেজি পুশকৃত চিংড়ি জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অপদ্রব্য পুশের অপরাধে নাজমা পারভীনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে