রাজশাহী থেকে ঢাকাগামী ধুমতি এক্সপ্রেস চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করেছে দুষ্কৃতকারীরা। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৭টার দিকে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান এলাকায় মধুমতি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম সাজ্জাদ হোসেন। তিনি রাবির রসায়ন বিভাগের ২০১৯-২০ সেশনের ছাত্র। ট্রেনে তার সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র সোহানুর রহমান সোহান। সোহানুর রহমান সোহান বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনে ঝিনাইদহ জেলার শৈলকুপায় যাচ্ছিলেন সাজ্জাদ। রাজশাহী স্টেশন থেকে ওঠার পর হরিয়ান এলাকায় চলন্ত ট্রেনে বাইরে থেকে পাথর নিক্ষেপ করা হয়। জানালা খোলা থাকায় পাথর এসে সাজ্জাদের মাথায় লাগে। এতে মাথা ফেটে রক্ত বের হয়। রক্তে সিটও ভিজে যায়। সোহান আরও বলেন, সাজ্জাদের সাথে থাকা কয়েকজনের চেষ্টায় ব্লিডিং সাময়িক বন্ধ হয়। পরে ট্রেনের গার্ড ও টিটি এসে স্যাভলন দিয়ে পরিষ্কার করে কোনো রকমে ব্যান্ডেজ করে দেন। সাজ্জাদের মাথায় বড় একটি পাথর লেগেছে। এতে তার মাথায় ২-৩টি সেলাই লাগতে পারে বলে জানিয়েছেন সোহান। এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, এরকম কোনো ঘটনা এখনও আমি শুনিনি। খোঁজ-খবর নিচ্ছি। ট্রেনে ও স্টেশনে আমাদের নিরাপত্তাবাহিনী ও অন্যান্য লোকজন আছেন, আমরা অবশ্যই ব্যবস্থা নেব।