মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে গাছ পড়ে প্রায় আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ ছিলো। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বৃষ্টির মধ্যে গাছ সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার ভোর সকাল পর্যন্ত টানা বৃষ্টির কারনে একটি বড় গাছ সড়কে উপড়ে পরার কারনে যানচলাচল বন্ধ হয়ে যায়।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন কর্মকর্রা ফারুকুল ইসলাম বলেন, আজ সকাল ৮ টা ২০ মিনিটের দিকে খবর পেয়ে দ্রুত আমরা সেখানে পৌছাই। প্রায় ২ ঘন্টা বৃষ্টিতে ভিজে আমরা রাস্তা থেকে গাছ সরিয়ে যানচলাচল স্বাভাবিক করি।