বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৩০ মে বাদ আছর চাঁদপুর জেলা বিএনপির নিজস্ব কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন,এই দিনে কিছু বিপদগামী সদস্য আমাদের প্রিয় নেতাকে হত্যা করেছেন।আমি মনে করি এর পিছনেও আওয়ামী লীগের হাত ছিল। আগামী দিনে বিএনপি যদি ক্ষমতায় আসে আমি দাবী রাখতে চাই সঠিক ইনভেস্টিগেশনের মাধ্যমে জাতির সামনে সত্যতা উন্মোচন করা হোক। আমাদের নেতা জিয়াউর রহমান যেমন স্বচ্ছ ছিলো আমাদেরকেও সেরকম হতে হবে। এখন অনেক হাইব্রিড বিএনপি জন্ম নিয়েছে। অনেক হাইব্রিড নেতাদেরকে বিএনপি অফিসের আশেপাশে দেখা যায়। তাদের মাধ্যমেই যত অপকর্ম হয় তাদের বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। যেখানেই যারা অপকর্ম করবেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। বিদেশে ম্যানপাওয়ার রপ্তানির মূল প্রবক্তা জিয়াউর রহমান ।জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার।
চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, সাবেক আহ্বায়ক সফিউদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, বর্তমান সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর আনোয়ার বাবলু, সহ-সভাপতি দেওয়ান মোঃ সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডিএম শাহজাহান, সিনিয়র যুগ্ম সম্পাদক সেলিমউস সালাম, যুগ্ম সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, শাহজালাল মিশন, আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন।
এ সময় জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারি, প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ, যুব বিষয়ক সম্পাদক বশির আহমেদ রিপন, কৃষক দল কেন্দ্রীয় নেতা ও জেলা সভাপতি এনায়েত উল্লাহ খোকন, জেলা যুবদল সভাপতি মানিকুর রহমান মানিক,সহ-সভাপতি আক্তার হোসেন সাগর, সাধারণ সম্পাদক অ্যাড.নুরুল আমিন আকাশ, জেলা যুবদল নেতা জুয়েল দেওয়ান, জেলা
শ্রমিকদলের জেলা সাধারণ সম্পাদক হাবিব ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুল আরেফিন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামছুল আলম সূর্য, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী,সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারী।পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চাঁদপুর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. ইসমাইল হোসেন পাটোয়ারী।