ফুলবাড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) : | প্রকাশ: ৩১ মে, ২০২৫, ০৮:১৪ পিএম
ফুলবাড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার (৩১ মে) বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়েছে। দিবসটি পালনের জন্য সকার ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে সচেতনতামূলক এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরশহরে বের করা হয়।

শোভযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে “তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি”শীর্ষক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.  ইসাহাক আলী।

এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম, থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল, ফুলবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রজব আলী।

এ সময় ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু শহীদ, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, গণমাধ্যমর্কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে