গোমস্তাপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ৩১ মে, ২০২৫, ০৮:১৫ পিএম
গোমস্তাপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত। এ উপলক্ষে শনিবার বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আশরাফুল হক। প্রধান অতিথি'র বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম। অন্য বিএনপি নেতাদের মধ্যে বক্তব্য দেন আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মুহাম্মদ মাসুম, বাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, নাচোল উপজেলার কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম জাকারিয়া, নাচোল উপজেলার বিএনপি নেতা দুরুল হুদা, ভোলাহাট বিএনপি নেতা সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাবেক রহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন পারভেজ, পার্বতীপুর ইউনিয়ন বিএনপি নেতা ইয়াসিন আলী সর্দার, যুবদল নেতা এস এ বকুল, সাইফুল ইসলাম ডাবলুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে