রূপসা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ৩১ মে, ২০২৫, ০৮:১৫ পিএম
রূপসা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

ব্যাপক উৎসাহ উদ্দীপনা জাঁকজমকপূর্ণ এবং আনন্দঘন পরিবেশে রূপসা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন করা হয়েছে। শনিবার (৩১ মে) নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তরিকুল ইসলাম ডালিম (বাংলা টিভি, খুলনা প্রতিনিধি), সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান (দৈনিক খুলনাঞ্চল), কোষ্যাধ্যক্ষ পদে মোঃ আকতার খান ( দৈনিক অর্নিবান) এবং নির্বাহী সদস্য পদে রবিউল ইসলাম তোতা,সাইফুল ইসলাম বাবলু এবং আঃ কাদের নির্বাচিত হয়েছেন। তাছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি পদে কৃষ্ণ গোপাল সেন (দৈনিক সমকাল ও দৈনিক সময়ের খবর) সহ-সভাপতি পদে খান মিজানুর রহমান (দৈনিক খুলনা), যুগ্ম সাধারণ সম্পাদক পদে এম এ আজিম (দৈনিক প্রবাহ), সহ-সাধারণ সম্পাদক পদে শাহরিয়ার হোসেন মানিক (দৈনিক দেশ সংযোগ), সাংগঠনিক সম্পাদক পদে এমডি অলিদ শেখ (দৈনিক স্পন্দন) প্রচার সম্পাদক পদে রেজাউল ইসলাম তুরান (দৈনিক ভয়েস অফ টাইগার), দপ্তর সম্পাদক পদে হামিদুল হক নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন রূপসা প্রেসক্লাবের উপদেষ্টা মুহাঃ সামসুজ্জামান শাহিন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনিচুর রহমান এবং শিক্ষক আমিরুল ইসলাম। নির্বাচন চলাকালীন সময়ে প্রেসক্লাবের সম্মুখে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নির্বাচন চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন এশিয়ান টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি বাবুল আক্তার, আরটিভির খুলনা প্রতিনিধি মীর মনিরুজ্জামান, মাইটিভির খুলনা প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিক, এশিয়ান টিভির খুলনা প্রতিনিধি আব্দুল আজিজ, রূপসা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এসআই জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম, আছাফুর রহমান,সমাজসেবক সাইফুল ইসলাম,উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মাওলানা হাবিবুল্লাহ ইমন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শেখ, জামায়াতে ইসলামী নেতা রেজাউল কবির খান, বাংলা টিভির অভয়নগর প্রতিনিধি জসীমউদ্দিন বাচ্চু,বাংলা টিভির খুলনা ক্যামেরা পার্সোন জালাল শেখ, বিএনপি নেতা দিদারুল ইসলাম, জাহিদুল ইসলাম রবি, জহিরুল হক শারাদ, শাহাজালাল শান্ত, কবির শেখ, জামায়াত নেতা আজিমুদ্দিন, জসিম উদ্দীন, কর্ণপুর যুব সংঘের সভাপতি এম এ মান্নান, দেলোয়ার হোসেন, শাহ জামান প্রিন্স, মুক্তাদির বিল্লাহ, মেহেদী হাসান, ফরহাদ হোসেন, শাহাজাদা আলমগীর, নাঈম আহম্মেদ।

আপনার জেলার সংবাদ পড়তে