কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী প্রস্তুতি সভা

মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর | প্রকাশ: ৩১ মে, ২০২৫, ০৮:১৭ পিএম
কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী প্রস্তুতি সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো.ইব্রাহীম প্রধানের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো.হুমায়ুন কবির মাষ্টার। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সাধারন সম্পাদক খাইরুল আহসান মিন্টু,উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক খালেকুজ্জামান বাবলু,সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি খোরশেদ আলম কাজল ও মো.সালাহ উদ্দিন আহমেদ প্রমুখ। এই সময় অন্যান্যের মাঝে কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মনির উদ্দিন পাঠান মিঠু, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো.হায়দার আলী শেখ, কালীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন উসমান,সাবেক সাধারন সম্পাদক শওকত আকবর,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন,পৌর যুবদলের সদস্য সচিব রাশিদুল হাসান রিপন,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশিদুল হাসান রিপন,যুবদল নেতা মকবুল হোসেনসহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আপনার জেলার সংবাদ পড়তে