আশাশুনিতে জিয়া পরিষদের শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকী পালন

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৩১ মে, ২০২৫, ০৮:২১ পিএম
আশাশুনিতে জিয়া পরিষদের শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকী পালন

আশাশুনিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে আশাশুনি প্রেসক্লাবে উপজেলা জিয়া পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরিষদের সহ-সভাপতি এসএম রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিএম আল ফারুকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জিয়া পরিষদের উপদেষ্টা বড়দল কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বাবর আলী সরদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, বীর মুক্তিযোদ্ধা মনছুর রহমান, পরিষদের সহ-সভাপতি খাজরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি হাসান ইকবাল মামুন, সহ-সভাপতি প্রধান শিক্ষক আলমগীর হোসেন, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস সরদার, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক শরফুদ্দীন, সাহিত্য সম্পাদক আলাউল ইসলাম, অর্থ সম্পাদক প্রসাদ বৈরাগী, প্রচার সম্পাদক কুতুব উদ্দিন, কার্য নির্বাহী সদস্য এম এ হাদি, ডাঃ শাহজাহান হাবিব প্রমুখ। সভায় জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড় রচিত "ক্ষণজন্মা এক আদর্শবান সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান" প্রবন্ধটি সকলের মাঝে বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মুনছুর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে