সুন্দরবনে বন রক্ষিদের অভিযানে হরিণ ধরার ফাঁদ উদ্ধার

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২ জুন, ২০২৫, ০৪:৩৮ পিএম
সুন্দরবনে বন রক্ষিদের অভিযানে হরিণ ধরার ফাঁদ উদ্ধার

সুন্দরবনের গহীনে বন বিভাগের বিশেষ অভিযানে  উদ্ধার করা হয়েছে হরিণ শিকারে ব্যবহৃত ১শ ফাঁদ। সোমবার (২জুন) সকাল ১০ টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের কোবাদক ফরেষ্ট ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে সুন্দরবনে টেকের খাল  এলাকা থেকে এ সকল হরিণ ধরার  ফাঁদ উদ্ধার করা হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বনের ভেতরে লুকিয়ে রাখা ফাঁদগুলো শনাক্ত করা হয়। তবে এ সময় কোনো চোরাশিকারিকে আটক করা সম্ভব হয়নি।

সুন্দরবনের কোবাদক ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, চোরাশিকারিরা হরিণ শিকারের জন্য বনে বিভিন্ন ধরনের ফাঁদ পাতে। গোপন সংবাদের ভিত্তিতে তরই সুত্র ধরে আমরা টেকের খাল এলাকায় অভিযান পরিচালনা করি। এসময় আনুমানিক ১শ মিটার হরিণ ধরার ফাঁদ উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভাব হয়নি। তবে হরিণ শিকারের সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে তিনি জানান ।

আপনার জেলার সংবাদ পড়তে