পাটকেলঘাটায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের জরিমানা

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ২ জুন, ২০২৫, ০৪:৪৬ পিএম
পাটকেলঘাটায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম তালা উপজেলার পাটকেলঘাটা বাণিজ্যিক এলাকায় তদারকি ও জরিমানা আদায় করেছেন।

রোববার ( ১ জুন) তদারকিকালে পাটকেলঘাটা পাঁচ রাস্তা মোড়ে মহসিন ভ্যারাইটি স্টোরে পণ্যের মোড়কে মূল্য ও আমদানি তথ্য না থাকায় ৩৭ ধারায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।

এসময় উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা ও ক্যাব সাধারণ সম্পাদক পারভীন আক্তার। এসময় জানানো হয় জনস্বার্থে এই তদারকি কার্যক্রমের অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে