লৌহজংয়ে মাওয়া, শ্রীনগর ও নিমতলায় রেল থামানোর দাবীতে স্মারকলিপি প্রদান

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২ জুন, ২০২৫, ০৭:১৭ পিএম
লৌহজংয়ে মাওয়া, শ্রীনগর ও নিমতলায় রেল থামানোর দাবীতে স্মারকলিপি প্রদান

মুন্সীগঞ্জ জেলার মাওয়া, শ্রীনগর ও সিরাজদিখানের নিমতলা রেল স্টেশনে রেল থামানোর দাবী তে লৌহজং উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি দিলেন মুন্সীগঞ্জ জেলা খাল-বিল-জলাশয় রক্ষা কমিটি।

সোমবার (০২ জুন ২০২৫ ইং) দুপুর ২ টায় লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিনের কাছে এ স্মারকলিপি জমা দেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও মুন্সীগঞ্জ জেলা খাল-বিল-জলাশয় রক্ষা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর খানের নেতৃত্বে এক প্রতিনিধি দল।

তাদের দাবি নগরায়নের প্রভাবে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী আড়য়ালবিলসহ বিভিন্ন খাল, জলাশয় ও নদী নালা যে ভাবে ভড়াট করা হচ্ছে তা রক্ষার জন্য তারা প্রশাসনের সহযোগিতাসহ সরকারের সুদৃষ্টি কামনা করেন। সেই সাথে  মুন্সীগঞ্জ জেলার লৌহজং, শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার জনগনের যাতায়াতের ভোগান্তি কমাতে লৌহজংয়ের মাওয়া, শ্রীনগর ও সিরাজদিখানের নিমতলা এই তিনটি রেল স্টেশনে রেল থামিয়ে যাত্রী পরিবহনের জন্য ব্যাবস্থা করতে প্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট দফতরের সুদৃষ্টি কামনা করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন প্রতিনিধি দলের বিভিন্ন দাবীদাওয়া মনোযোগ সহকারে শোনেন এবং এ সকল সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দফতরের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করার আশাবাদ ব্যাক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন  নুরুল ইসলাম সিয়াম, প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, সোলাইমান হাওলাদার সুমন, রাতুল খান, মামুন খান, মুশফিকুর রহিম, আশরাফুল আলম প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে