আশাশুনিতে ন্যাশনাল আর্লি এ্যাকশান প্রটোকল শেয়ারিং কর্মশালা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২ জুন, ২০২৫, ০৭:২৯ পিএম
আশাশুনিতে ন্যাশনাল আর্লি এ্যাকশান প্রটোকল শেয়ারিং কর্মশালা

 আশাশুনিতে ন্যাশনাল আর্লি এ্যাকশান প্রটোকল শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জুন) বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

স্টেফ প্রজেক্টের সহযোগিতায় বাংলাদেশের ঘূর্ণিঝড়-প্রবণ উপকূলীয় অঞ্চল সমূহে পূর্বাভাষ ভিত্তিক আগাদ সাড়াদান প্রক্রিয়া শক্তিশালী করণ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে কর্মশালায় প্রকল্পের কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন, প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ রেজওয়ান উল্লাহ। প্রজেক্ট অফিসার পার্থ কুমার দের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দেব, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, উপ সহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলাম প্রমুখ আলোচনা রাখেন। 

আপনার জেলার সংবাদ পড়তে