ধামইরহাটে পৌরসভায় ৩ হাজার ৮১ পরিবারে ভিজিএফ’র চাল বিতরণ

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) :
| আপডেট: ৩ জুন, ২০২৫, ০৪:৩৯ পিএম | প্রকাশ: ৩ জুন, ২০২৫, ০৪:৩৯ পিএম
ধামইরহাটে পৌরসভায় ৩ হাজার ৮১ পরিবারে ভিজিএফ’র চাল বিতরণ

নওগাঁর ধামইরহাটে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও দুস্থ্যদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। ০৩ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজ মাঠে ৩ হাজার ৯১ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে  মোট ৩০ হাজার ৮১০ কেজি ভিজিএফ’র চাল বিতরণ করেন পৌর প্রশাসক ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ মোছাঃ জেসমিন আক্তার। বিতরণ কালে ধামইরহাট উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. কামরুজ্জামান সরদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, পৌরসভার বিভিন্ন স্টাফবৃন্দ, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


আপনার জেলার সংবাদ পড়তে