নওগাঁর পোরশায় নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্যাপন উৎসব বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এউপলক্ষে সোমবার দিনব্যাপি নানা অনুষ্ঠান পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সংশ্লিষ্ট বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং শতবর্ষের একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়। শতবর্ষ উদ্যাপন কমিটির আহবায়ক শরিফুল ইসলামের পরিচালনায় বিকালে বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আকবর আলী। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কতৃপক্ষ(বিআইডাব্লিউটিএ) নৌপরিবহন মন্ত্রণালয় এর যুগ্ম সচিব ও সদস্য(প্রকৌশল) একেএএম ফজলুল হক। বিশেষ অতিথির ছিলেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ আদনান, বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কতৃপক্ষ রাজশাহীর নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম, রেশম উন্নয়ন বোর্ডের উপপরিচালক তরিকুল ইসলাম(রকেট), উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন ও নিতপুর ইউনিয় পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেকুল ইসলাম। অন্যান্যের মধ্যে এলজিইডি প্রকৌশলী এএনএম সুলতানুল ইমাম, থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক, যুবউন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রভাষক মেসবাউল হক, সহকারি প্রধান শিক্ষক শাখিল জাভেদ, বেলাল হোসেন, প্রধান শিক্ষক মোশারফ হোসেন, আশফাকুল আসেকিন ও সাগর আলী সহ বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা, শিক্ষক সহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।