পবিত্র ঈদুল আযহা পরবর্তী জনসাধারণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় কালে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সম্ভাব্য এমপি পদপ্রার্থী কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ জয়নাল আবেদীন বলেন হাইমচর উপজেলা মেঘনার পশ্চিম পাড় চরাঞ্চলের মানুষ খুবই অবহেলিত। এখানকার মানুষগুলো বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। বিশেষ করে শিক্ষা চিকিৎসা ও যাতায়াত সেবা থেকে তারা একেবারেই বঞ্চিত। তাই ইসলামকে যদি আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে পারেন তাহলে অগ্রাধিকার ভিত্তিতে চরাঞ্চলের মানুষের নাগরিক সুবিধা অন্যান্য নাগরিকদের মত সমানভাবে প্রদান করা হবে ইনশাআল্লাহ।
প্রকৃতপক্ষেই তিনি মানবতাবাদী নেতা, করোনাকালীন দুঃসময়ে যার সুযোগ্য নেতৃত্বে শত শত নর-নারীর দাফন-কাফন ও জানাযার কার্য সম্পাদন হয়েছিল , কয়েক হাজার অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ ও নিরাপত্তা মূলক ব্যবহার্য সামগ্রী বিতরণে যার দিন রাত কেটে ছিল। যিনি নিজের এবং পরিবারের নিরাপত্তার কথা চিন্তা না করে শুধু দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে দুঃসাধ্য এই সমুদ্রে পাড়ি দিয়েছিলেন। যার উপর মহান রবের অসীম রহমত ছিল আর সে কারণেই এই কঠিন পথে আল্লাহ সফলতা দান করেছেন ।শুধু মুসলিম নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মরদেহ সমাহিত করার ব্যাপারে তার সার্বিক সহযোগিতা কোন অংশে কম ছিল না। আজকে অনেক বড় বড় নেতার অনেক বড় বড় বক্তব্য শোনা যাবে কিন্তু জাতীয় সংকটে ওই কঠিন মুহূর্তে এ সমস্ত কোন নেতাকেই খুঁজে পাওয়া যায়নি।
মানবতার কান্ডারী জনগণের বন্ধু জনপ্রিয় জননেতা শেখ জয়নাল আবেদীন চাঁদপুর ৩ আসনের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে যেখানেই সাক্ষাৎ করতে যান সেখানেই সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। মূলত সাধারণ মানুষ বিপদের বন্ধুদেরকেই জনপ্রতিনিধি হিসেবে বরণ করতে চায়। স্বাধীনভাবে মেন্ডেট দেওয়ার সুযোগ না থাকার কারণে আদৌ তা প্রতিষ্ঠিত হয়নি। আশা করি অন্তর্বর্তীকালীন সরকার সেই ভোটের পরিবেশ তৈরি করবেন।
তিনি ৮ জুন চাঁদপুর সদরের চান্দ্রা চৌরাস্তা বাংলাবাজার সহ বিভিন্ন এলাকায় গণমানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং ৯জুন হাইমচর উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়ন ও ৪নং নীলকমল ইউনিয়নের বিভিন্ন বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য প্রদান করেন।
উক্ত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলার নেতৃবৃন্দ এবং হাইমচর উপজেলা ইউনিয়নের অসংখ্য নেতা-কর্মী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।