বরিশালজুড়ে বিজয় মেলা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৪, ০১:৫৪ এএম
বরিশালজুড়ে বিজয় মেলা

মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে নগরীর বেলস্ পার্কে ও উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিটি উপজেলায় বিজয় মেলার আয়োজন করা হয়েছিলো। এ বছরই প্রথম ব্যতিক্রমধর্মী বিজয় মেলার আয়োজন করে সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।

সোমবার সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে বিভাগীয় ও জেলা প্রশাসনের নেতৃত্বে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। পরে কীর্তনখোলা নদী সংলগ্ন ত্রিশ গোডাউন বধ্যভূমি স্মৃতিস্তম্ভ অভিমুখে পদযাত্রা শেষে পুস্পস্তবক অর্পন করা হয়। সেখান থেকে শহিদ এডিসি কাজী আজিজুল ইসলাম সমাধিসৌধে পুস্পস্তবক অর্পণ করে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়েছে। পরে সকাল নয়টায় নগরীর বেলস্ পার্কে প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন। শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলার শুভ উদ্বোধন করেন। দুপুর ১২ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

একইদিন ব্যাপক আয়োজনে গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সরকারী গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলণ ও জাতীয় সংঙ্গীত পরিবেশন শেষে বেলুন উড়িয়ে বিজয় মেলার উদ্বোধণ করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান। আগৈলঝাড়ায় অনুরূপ কর্মসূচি শেষে বিজয় মেলার উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন।

আপনার জেলার সংবাদ পড়তে