আইনজীবি হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : : | প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৪, ০৭:২২ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
আইনজীবি হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ইসকন নিষিদ্ধের দাবি এবং মসজিদে হামলা ও চট্ট্গ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে বিরামপুর ওলামা মাশায়েখ পরিষদ ও তৌহিদী জনতার ব্যানারে বৃহস্পতিবার (২৮ নভে:) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। বাদ আসর শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় ঢাকা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিরামপুর ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা আমিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হাকিম,  শালবাগান মসজিদের ইমাম হাফেজ বেলাল হোসেন, থানা মসজিদের ইমাম আবু সুফিয়ান, বড় মসজিদের ইমাম মাওলানা সাখাওয়াত হোসেন, বিরামপুর কাছেমুল উলুম মাদ্রাসার শিক্ষক মুফতি নাসিম হোসেন, কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুন নূর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ফাহিম হোসেন প্রমূখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে