দিঘলিয়ায় ইসলামী আন্দোলনের ঈদ পুর্ণমিলনী

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ১৪ জুন, ২০২৫, ০৩:৫০ পিএম
দিঘলিয়ায় ইসলামী আন্দোলনের ঈদ পুর্ণমিলনী

খুলনার দিঘলিয়ায় বাংলাদেশ ইসলামী আন্দোলনের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৩ জুন-২০২৫) সকাল ১০টায় ঈদ পুণর্মিলনী বাস্তবায়ন কমিটির আহবায়ক ও দিঘলিয়া ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাস্টার জাফর সাদেকের সভাপতিত্বে এবং ঈদ পুণর্মিলনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও দিঘলিয়া ইসলামী আন্দোলনের সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম এস্কেন্দারের সঞ্চালনায় বাংলাদেশ ইসলামী আন্দোলন দিঘলিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ঈদুল আযহা উপলক্ষে সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের নিয়ে ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান সফল করার লক্ষে প্রথমে নগর ঘাট থেকে সকাল ১০ টায় প্রধান অতিথিকে রিসিভ করে মোটরসাইকেলে শোডাউন দিয়ে বারাকপুর, লাখোহাটি, কামারগাতি, হাজীগ্রাম, পথের বাজার হয়ে চন্দনীমহল ফজলুল উলুম রশিদিয়া মাদ্রাসায় ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠান মূল ভেন্যুতে যায়। উক্ত ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আসাদুল্লাহ হামিদী, ইসলামী যুব আন্দোলন খুলনা জেলা শাখার সভাপতি মুফতি ফজলুল হক, মুফতি আজিজুর রহমান সোহেল সভাপতি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, দিঘলিয়া উপজেলা।

দিঘলিয়া শ্রমিক আন্দোলনের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা যুব আন্দোলনের সভাপতি হাফেজ মোঃ হুসাইন আহমদ, দিঘলিয়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ সালমান ফারসী প্রমুখ।

প্রধান অতিথি প্রথমে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক ও অভিনন্দন জানিয়ে বলেন, পূর্বের সরকার দুর্ণীতিতে ছিল আর এখন যারা ক্ষমতায় যেতে চাচ্ছে, তারা ব্যস্ত হচ্ছে দ্রুত ক্ষমতায় বসে দুর্ণীতি করার। আমরা দুর্ণীতি মুক্ত একজন যোগ্য ইসলামী সংসদ নেতা চাই।