বগুড়ায় বিশেষ অভিযানে পূর্ব বগুড়ার কুখ্যাত সন্ত্রাসী হৃদয় ব্যাপারী (৩২) কে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত হৃদয় ব্যাপারী উত্তর চেলোপাড়া মৃত আলমের পুত্র সে বগুড়া জেলা যুবলীগের সভাপতি ও বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান শুভাশিষ পোদ্দার লিটনের ডানহাত ছিল।
জেলা গোয়েন্দা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি ইকবাল বাহার জানান, জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (১৮ জুন) দিবাগত রাত সাড়ে তিনটায় উত্তর চেলোপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী পূর্ব বগুড়ার কুখ্যাত সন্ত্রাসী মেহেদী হাসান হৃদয় ওরফে হৃদয় ব্যাপারী (৩২) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী হৃদয় জেলা যুবলীগ নেতা লিটন পোদ্দারসহ বিগত ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা কর্মীদের ছত্রছায়ায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে। উক্ত সন্ত্রাসী বাহিনী দ্বারা সে পূর্ব বগুড়া এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, জমি দখল, বালি সিন্ডিকেট, মাদক ব্যবসা, সুদের কারবারিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিলো।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, সন্ত্রাসী হৃদয়ের বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র মামলাসহ ১০ টির অধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।