তালা ভূমিজ ফাউন্ডেশন অফিস কক্ষে তৃণমূল সিএসওদের আইনগত সহায়তা প্রদান মতবিনিময় সভা বুধবার (১৮ জুন) বিকালে অনুষ্ঠিত হয়। ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে ব্লাষ্ট এর সহযোগিতায় সুশিল প্রকল্পে জেলা পর্যায়ে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা। প্রধান অতিথি হিসাবে উপসিাথত ছিলেন সাতক্ষীরা আদালতের সিনিয়র সহকারী জজ ও লিগ্যাল এইড অফিসার মুহাম্মদ নাছির উদদীন ফরাজী । ব্লাষ্ট এর লিগ্যাল এইড স্পেশালিষ্ট রবিউল ইসলাম মজুমদারের সঞ্চালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সমাজসেবা অফিসার মনোজ কান্তি রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ বিশ্বাস, এাড. ভোকেট মুনিরুদ্দীন, মোঃ রবিউল ইসলাম, শাহারিয়ার হোসেন, ভূমিজ ফাউন্ডেশনের সুশিল প্রকল্পের ডিষ্ট্রিক কোয়ার্ডিনেটর দে অঞ্জন কুমারসহ বিভিন্ন সিএসও প্রতিনিধি ও পরিচালকবৃন্দ। সভায় আইন সহায়তা বিষয়ক বিভিন্ন সুযোগ সুবিধা বিষয়ক আলোচনা হয়।