বেনাপোলে ৯ লাখ ২০ হাজার টাকার জাল নোটসহ আটক ১

এফএনএস (মহসিন মিলন; বেনাপোল, যশোর) : | প্রকাশ: ২১ জুন, ২০২৫, ০৫:৪২ পিএম
বেনাপোলে ৯ লাখ ২০ হাজার টাকার জাল নোটসহ আটক ১

বেনাপোলে অভিযান চালিয়ে ৯ লাখ ২০ হাজার জাল টাকার নোটসহ খালিদ হোসেন (১৭) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে আমড়াখালি চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের ইছাহাক আলীর ছেলে। 

বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন বেনাপোল থেকে জাল টাকা সরবরাহকারী চক্রের এক সদস্য বিপুল পরিমাণ জাল টাকা নিয়ে যশোরের দিকে যাবে। এমন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টে কর্মরত নায়েব সুবেদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহলদল ইজিবাইক থেকে সন্দেহভাজন এক যুবককে নামিয়ে তার দেহ তল্লাশি করা হয়। পরে তার প্যান্টের পকেট থেকে ৯২০ পিস এক হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। পরে তাকে জাল নোটসহ আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, জাল টাকাসহ একজনকে আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে মামলা শার্শা থানায় সোর্পদ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে