অধ্যক্ষের বিরুদ্ধে অবৈধ হস্তক্ষেপের অভিযোগ

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) :
: | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম : | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪৩ এএম
অধ্যক্ষের বিরুদ্ধে অবৈধ হস্তক্ষেপের অভিযোগ

যশোর সিটি কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে যশোর এম এম কলেজে ২০২১ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ভাইবা গ্রহণকারীকে ভাইভা গ্রহণ থেকে বিরত রাখার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে অনুরোধ জানানোর অভিযোগ উঠেছে। যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন মোল্লার বাড়ি ফরিদপুর জেলায়। তিনি দীর্ঘদিন ধরে যশোর এম এম কলেজ এবং সিটি কলেজে কর্মরত আছেন। এজন্য তিনি এই এলাকার সকল শিক্ষকদের দলীয় পরিচয়ও জানেন।

ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ ইলিয়াস উদ্দীন অভিযোগ করে জানান, যশোর সরকারি এম এম কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২১ সালের  প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ভাইভা এবং প্র্যাকটিকাল গ্রহণের চিঠি পেয়েছি (স্মারক নম্বর ঘট/ঊীধস/গঢ়-১/২০০১/২০২৪/৩২৪ উধঃব - ১১-১২-২৪)। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার আমাকে ফোন দিয়ে জানান, যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন মোল্লা আপনাকে ভাইভা গ্রহণ থেকে বিরত রাখতে বলেছেন। বেসরকারি কলেজে চাকরিরত হাওয়াই তিনি এ নিষেধ করেছেন।

যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন মোল্লা জানান, সরকারি এমএম কলেজের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের অনুরোধে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়কে এই অনুরোধ করেছি। সরকারি এম এম কলেজের অধ্যক্ষ খোন্দকার এহসানুল কবীর জানান, আমি এ বিষয়ে কিছুই জানিনা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) জানান, দুঃখজনক হলেও সত্য সরকারি কলেজের শিক্ষকরা বেসরকারি কলেজের শিক্ষকদেরকে বিভিন্ন বিষয়ে অনিহা প্রকাশ করে থাকেন।

যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন মোল্লার বাড়ি ফরিদপুর জেলায় হাওয়াই ভাইভা গ্রহনে ইলিয়াস উদ্দীন বিএনপির সমর্থিত বলে এমনটাই হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এক কলেজের বিষয়ে অন্য কলেজের অধ্যক্ষের হস্তক্ষেপ করাটা অন্যায় বলে ইলিয়াস উদ্দীনের দাবি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে