কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের মৌবাড়িয়া-খলিসাকুন্ডি পাকা সড়কের দুইটি অংশ ভেঙে মাথাভাঙ্গা নদীতে বিলীন হওয়ার পথে।ফলে জনগুরুত্বপূর্ণ এই সড়কে যোগাযোগ ব্যবস্থার চরম বিপর্যয় ঘটার আশঙ্কা। উপজেলা প্রকৌশলীর কার্যালয় সুত্রে জানা যায়,উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের মৌবাড়িয়া থেকে খলিসাকুন্ডি অভিমুখে জনগুরুত্বপূর্ণ সড়কটির পাশ দিয়ে বহমান মাথাভাঙ্গা নদী।এই সড়ক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ২০২১ সালে পাকা করণের কাজ শেষ হয়েছে।যার নির্মান ব্যয় হয়েছে ৭৯লাখ টাকা।সরেজমিন দেখা যায়,সড়কটির পশ্চিমপাশে মাথাভাঙ্গা নদী।যে কারণে কিছু জায়গায় প্যালাসাইটিং দেওয়া হয়েছে। কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ জায়গায়তে প্যালাসাইটিং না দেওয়ার কারণে পাশের মাটি ধ্বসে পাকা সড়কটির কিছু অংশ ভেঙে গিয়েছে। এখনই ব্যবস্থা না নিলে আগামীতে এই রাস্তাটি যোগাযোগ বিচ্ছিন্নের আশঙ্কা রয়েছে।এই পথে এলাকার অন্তত ১০ থেকে ১৫টি গ্রামের মানুষ ও স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত সড়কটি নদীতে বিলীন হলে চরম দূর্ভোগে পড়বে তারা।অতি দ্রুত সড়কটি রক্ষার জন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী ও পথচারীরা।