মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরে বিএনপির বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪ সকাল ৯ টায় শহরের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ অঙ্গীকার পাদদেশে এসে পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র নেতৃবৃন্দ।
বর্ণাঢ্য বিজয় র্যালির নেতৃত্ব দেন কেন্দ্রীয় নেতা ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।পরে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশে শপথ বাক্য পাঠ করা হয়।
এ সময় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমরা প্রাক হানাদার বাহিনীর কাছ থেকে মুক্তিযুদ্ধের মাধ্যমে এইদিন বিজয় অর্জন করেছি।আজকের দিনে সকল শহীদদের প্রতি সম্মান জানাচ্ছি। আপনারা অবগত আছেন, বিগত ১৫টি বছর বিএনপির নেতাকর্মীরা আওয়ামী ফ্যাসিবাদের সন্ত্রাস পুলিশী হয়রানি মোকাবেলা করেছে । তারেক রহমানের স্পষ্ট বক্তব্য দেশ গঠনের জন্য আমাদেরকে জনগণের কাছে থাকতে হবে। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কারা ষড়যন্ত্র করছে তাও চাঁদপুরবাসী জানেন।আওয়ামী লীগের দোসরা স্বাধীনতা বিরোধী সকলে মিলে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
বাংলাদেশের একমাত্র নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান ব্যতীত জনগণের কল্যাণে কোন লোক আসে নাই। সুতরাং সবাইকে বলতে চাই, অতি উৎসাই হয়ে দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য কোন কর্মকান্ড করলে দল তাকে আশ্রয় প্রশ্রয় দিবেনা। আমরা চাঁদপুরের প্রশাসন কে বলছি, আপনারা আপনাদের মত ব্যবস্থা নিবেন। ৫ ই আগস্টের আগে ছাত্র জনতার আন্দোলনে শহিদের রক্তে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে। চাঁদপুরের ৭১ জন শহিদ হয়েছে। তাদের আত্মত্যাগকে ভুলন্ঠিত করার চেষ্টা করছে।খুঁজে দেখেন তাদের কতজন শহিদ হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফার কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল, মহিলা দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।