বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় মেলাসহ বিভিন্ন কর্মসূচিতে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। এরপর সকাল ৮টায় অফিসার্স ক্লাব চত্বরের শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন। এরপর পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে মোল্লাহাট থানা পুলিশ, উপজেলা বিএনপি, ফায়ার সার্ভিস স্টেশন, কে আর কলেজ, সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, লুৎফর রহমান বিএম কলেজ, নুরজাহান বিএম কলেজ, পানি উন্নয়ন বোর্ড, প্রেসক্লাব মোল্লাহাট, সোনালী ব্যাংক মোল্লাহাট শাখা, কৃষি ব্যাংক মোল্লাহাট শাখা ও রূপালী ব্যাংক মোল্লাহাট শাখা সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এরপর সকাল সাড়ে ৮ টায় কে আর কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ও এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, সাবেক সভাপতি শেখ হাফিজুর রহমান প্রমুখ। দিনব্যাপী সকল অনুষ্ঠান সঞ্চালনা করেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ সাহেদ আলী ও সদস্য মোঃ হারুন আল রশীদ।